Babita Sarkar : ববিতার নিয়োগ 'বেআইনি', কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন চাকরিপ্রার্থী অনিমিকা

Updated : Jan 10, 2023 12:14
|
Editorji News Desk

চাপ আরও বাড়ছে ববিতা সরকারের উপর। এবার তাঁর নিয়োগকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন শিলিগুড়ির চাকরিপ্রার্থী অনিমিকা রায়।  জানা গিয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই এই মামলা দায়ের করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে, বুধবারই এই মামলার শুনানি হতে পারে। ববিতার নিয়োগকে বেআইনি অভিযোগের পাশাপাশি অনামিকার দাবি  বেতন বাবদ যে টাকা ববিতা এতদিন পেয়েছেন, সেই টাকাও ফেরত দিতে হবে।  উল্লেখ রাজ্যের প্রাক্তনমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর জায়গায় বেশ কয়েক মাস আগে মেখলিগঞ্জ ইন্দিরা গালর্স হাইস্কুলে আদালতের নির্দেশে নিয়োগ হয়েছিলেন ববিতা সরকার। 

প্রথমে অভিযোগ ছিল, যোগ্য হয়েও চাকরি থেকে বঞ্চিত হয়েছিলেন ববিতা সরকার। তাঁর জায়গায় চাকরি দেওয়া হয়েছিল মন্ত্রীকন্যাকে। এবার ববিতার বিরুদ্ধেই নম্বর বাড়ানোর অভিযোগ। যদিও সোমবারই কলকাতা হাই কোর্টে পৃথক একটি মামলা দায়ের করছেন ববিতা সরকার। সেখানে তিনি দাবি করেছেন, মামলা চলার সময় এসএসসি তরফে দাবি করা হয়েছিল তাঁর অ্যাকাডেমিক স্কোর ছিল ৩৩। 

কিন্তু এই ঘটনায় নতুন মোড় দিয়েছেন শিলিগুড়ির আর এক চাকরিপ্রার্থী অনামিকা রায়। তাঁর দাবি, ওই চাকররি আসল দাবিদার তিনি। কারণ, অঙ্কিতা তো বটেই এমনকী, ববিতার থেকে ওই সময় তাঁর নম্বর বেশি ছিল। ফলে মেখলিগঞ্জের স্কুলে চাকরির তিনিই দাবিদার। এই পরিস্থিতিতে বুধবার কলকাতা হাই কোর্টে এই মামলার শুনানির দিকেই তাকিয়ে সবাই। কারণ, বিচার করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

Calcutta High CourtSSC Candidatesnorth BengalBabita Sarkar

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট