দুর্যোগের মধ্যেই এবার দুর্গা পুজো। শুক্রবার পুজো শুরুর দিন কয়েক আগে একথা স্পষ্ট করে দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে ঘনাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত। তার জেরে, বোধনের আগে থেকেই জলমগ্ন হওয়ার ফের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বিহারে বৃষ্টির জেরে এই রাজ্যের সাত জেলাকে আগাম সতর্ক করা হয়েছে। তবে, হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি খানিকটা কমলেও, উত্তরবঙ্গ কিন্তু ভাসতে পারে। ইতিমধ্যেই ফুঁসছে তিস্তা। এরমধ্যে মরশুমের প্রথম বরফ পড়েছে সিকিমে। পাহাড়ে টানা বৃষ্টির জেরে সিকিমে তুষারপাত বলে দাবি হাওয়া অফিসের।
গত সপ্তাহে প্রথমে নিম্নচাপের বৃষ্টি ও পরে ডিভিসির জল ছাড়ার জেরে ভেসেছে দক্ষিণবঙ্গের ১০টি জেলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, ভিন রাজ্যের জলেই ভেসেছে বাংলা। এবারও তেমনই ইঙ্গিত মিলছে। কারণ, বিহার থেকে জল ঢুকতে পারে এই রাজ্যে। তাই বিহার ঘেঁষা জেলাগুলিতে আগে থেকেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
বৃহস্পতিবার থেকে পার্বত্য এলাকায় টানা বৃষ্টি চলছে । গত তিনদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে । টানা চার দিনের বৃষ্টিতে জল বাড়ছে তিস্তায় । বিপজ্জনক পরিস্থিতি ১০ নম্বর জাতীয় সড়কের । সিকিমের রংপুর থেকে সিংথাম যাওয়ার মাঝে বেশ কিছু জায়গায় ধসের কারণে দশ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে । বন্ধ রাখা হয়েছে জাতীয় সড়ক । ধস নেমেছে দার্জিলিং ও কালিম্পং যাওয়ার রাস্তায় । বেশ কিছু জায়গায় ধস সরানোর কাজ চলছে।
কালিম্পং জেলার সিংথাম-রংপো রোডে পাহাড় থেকে বোল্ডার নেমে এসেছে । যার ফলে একাধিক রাস্তা বন্ধ রয়েছে । অন্যদিকে, মিরিকের থরবো এলাকায় ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি । ইতিমধ্যে একটি বাড়িও ভেঙে পড়ে । মিরিক প্রশাসনের পক্ষ থেকে গৃহস্থদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ।
শুক্রবার সকাল থেকেই পাহাড়ে বৃষ্টি চলছে । কখনও ভারী, কখনও মাঝারি বৃষ্টিতে ভিজছে পাহাড় । বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে দার্জিলিংয়ে ম্যাল রোডে ঘুরতে দেখা গিয়েছে পর্যটকদের । আবার টানা বৃষ্টির জেরে অনেকেই হোটেল বন্দী । ব্যবসায় ক্ষতি হচ্ছে বলে জানাচ্ছেন দোকানদাররা ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে পাহাড়ে । আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে । কোচবিহারে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । পাহাড়বাসীকে সতর্ক করে দিয়েছে প্রশাসন । নিরাপদ স্থানে সরে আসারও পরামর্শ দেওয়া হয়েছে ।