বেহালার পড়ুয়া সৌরনীল অকাল মৃত্যুতে অভিযোগ উঠেছিল কলকাতা পুলিশের গাফিলতির। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বেহালা চৌরাস্তা। মাটি বোঝাই একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়ার। এরপর থেকেই কার্যত নড়েচড়ে বসেছে প্রশাসন। পুলিশ ও মেট্রো রেল কর্তৃপক্ষের যৌথ সিদ্ধান্ত হয়েছে ফুটপাথ খালি করার। দোকানদারদের দেওয়া হয়েছিল হুঁশিয়ারিও। রবিবার ৪টের মধ্যে দোকান না সরালে বলপূর্বক সরানোর নির্দেশিকা ছিল। একাধিক ব্যবসায়ী এরপরেও দোকান না সরালে পুলিশ এসে সরিয়ে দেয় , এরপর বাকি দোকানদারেরাও বাধ্য হয়ে দোকান সরিয়ে নেন। তবে এর জেরে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বেন বলেই দাবি ফুটপাথের দোকানদারদের।
উল্লেখ্য, শুক্রবারের দুর্ঘটনার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে থাকা একটি পুলিশ ভ্যানে আগুন লাগিয়ে দেয় তারা। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমমতা বন্দ্যোপাধ্যায়ও।