ভরদুপুরে কলকাতার রাস্তায় প্রকাশ্যে চলল গুলি (Kolkata Shoot Out)। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম ২ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে। স্থানীয় সূত্রে খবর, সিন্ডিকেটের বখরা (TMC Clash) নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ। সেখানেই আচমকা গুলি চলে। তাতে গুরুতর জখম হন মলয় দত্ত ও বিশ্বনাথ সিং নামে দুই ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এরা দুজনেই সিন্ডিকেটের সঙ্গে জড়িত।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বিশ্বনাথ সিংয়ের সম্পর্ক ছিল ওই গোষ্ঠীর। কিন্তু সম্প্রতি তাদের সম্পর্কে অবনতি ঘটে। তার ফলেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: পরিবার ও প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তা প্রয়োজন, হাঁসখালি কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের
সোমবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে লেক গার্ডেন্স চত্বর। একটি বাড়ি ভাঙা নিয়ে দুটি গোষ্ঠীর ধুন্ধুমার বাঁধে। সেই ঘটনায় শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় তৃণমূল সাংসদ সৌগত রায়কে। গত সপ্তাহে বেহালায় চড়ক মেলা উপলক্ষ্যে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করে। সম্প্রতি বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে জমি, বাড়ি বিক্রির রমরমা শুরু হয়েছে। সেই সূত্রে সিন্ডিকেটের দাপটও বেড়েছে বলে খবর।