মোদী সরকারের জাতীয় শিক্ষানীতির বিরোধিতা। এবার বিকল্প শিক্ষানীতি (Alternate Educational Policy) তৈরি করবে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই (SFI)। সেই কাজে শিক্ষাবিদদের পরামর্শ চাওয়া হবে। পরামর্শ চাওয়া হবে বাংলার প্রাক্তন ও কেরলের বর্তমান শিক্ষামন্ত্রীর কাছেও।
আগামী ২ সেপ্টেম্বর, ছাত্র সমাবেশের মঞ্চে বিকল্প শিক্ষানীতি প্রকাশ করা হবে। 'শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও'- এই নিয়ে ১ অগাস্ট থেকে শুরু হয়েছে SFI-এর সর্বভারতীয় জাঠা। পূর্বাঞ্চলে ত্রিপুরা ও বিহার থেকে দুটি জাঠার বাংলার প্রবেশ করার কথা ১৯ ও ২০ অগাস্ট। রাজ্যে বিভিন্ন জেলা ঘুরে ওই জাঠা কলকাতা আসবে ১ সেপ্টেম্বর।
আরও পড়ুন: ভুয়ো সংস্থার সঙ্গে যোগসূত্র, এবার পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে ও জামাইকে তলব ইডির
এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর, রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ও রাজ্য সভাপতি প্রতীক-উর রহমান বৃহস্পতিবার ঘোষণা করেন, জাঠাকে কেন্দ্র করে মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি চালাবে এসএফআই। সভা মিছিলের পাশপাশি স্বাধীনতার ৭৫ বছরের উদযাপনের উপলক্ষে বিপ্লবীদেরও স্মরণ করা হবে। কেন্দ্রীয় স্লোগান ছাড়াও জাঠার রাজ্যের স্লোগান 'এ দেশের বুকে, আঠারো আসুক নেমে'। চারদিনের জন্য শ্যামল চক্রবর্তী ও সুভাষ চক্রবর্তী স্মরণে ডিজিটাল সেমিনারও করছে এসএফআই।