শুক্রবার ফের উত্তপ্ত করুণাময়ী চত্বর। প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে আবার উত্তেজনা। শুক্রবার পর্ষদের সামনে নতুন করে বিক্ষোভ দেখাতে গেলে আন্দোলনকারী-পুলিশ খণ্ডযুদ্ধ বেধে যায়। অন্যদিকে, পূর্বঘোষিত মিছিল নিয়ে এগোয় বাম ছাত্র-যুবরা। সেই সময় সল্টলেক সিটি সেন্টারের সামনে এসএফআই, ডিওয়াইএফআই কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। বাম কর্মী-সমর্থকদের টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয় বলেই অভিযোগ।
জানা গিয়েছে, মিছিল করে করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে এপিসি ভবনের দিকে এগোতে শুরু করেন বাম ছাত্র-যুবরা। সেই সময় আচমকাই পুলিশি ধরপাকড় শুরু হয় বলে অভিযোগ। যুব নেতৃত্ব ইন্দ্রজিৎ ঘোষ, পলাশ দাস, মধুজা সেন রায়কে আটক করা হয়। ফের সিটি সেন্টারের সামনে বাম ছাত্র-যুবরা জমায়েত শুরু করতেই পুলিশের সঙ্গে বচসা বাধে। এরপরেই টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় মীনাক্ষী মুখোপাধ্যায়-ধ্রুবজ্যোতি সাহা-কলতান দাশগুপ্ত-ময়ূখ বিশ্বাসদের।
আরও পড়ুন- TET protesters missing: তিন জন নিখোঁজ, দাবি টেট আন্দোলনে অনশনকারীদের একাংশের
অন্যদিকে, দুপুরের পর করুণাময়ীর সেন্ট্রাল পার্কে বিক্ষোভ দেখাতে গেলে আটক করা হয় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির বেশ কিছু কর্মীকে।