বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ শায়িত গাড়ি নীলরতনে পৌঁছে দিয়েই আরজি কর ছুটেছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তারপর থেকে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় গত কয়েকদিন ধরে শিরোনামে শহরের এই সরকারি হাসপাতাল। ১৪ অগাস্ট রাত দখলের রাতে আরজি করে ভাঙচুরের ঘটনায় তলব করা হয়েছিল DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ, সাত বাম নেতা কর্মীকে। শনিবার, ‘মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে’ দলের নেতা-কর্মীদের এই অভিযোগ তুলে লালবাজার অভিযানের ডাক দিয়েছিল সিপিএমের ছাত্র এবং যুব সংগঠন SFI-DYFI।
এদিকে এদিন সকাল থেকেই আকাশভেঙে বৃষ্টি। কাকভেজা হয়েই লাল বাজার অভিযানে জড়ো হয়েছেন বাম ছাত্র যুবরা। মিছিলে উপস্থিত দীপ্সিতা, প্রতীকূর, সৃজন সহ অসংখ্য নেতৃত্ব। আরজি করের নির্যাতিতার বিচারের দাবি সহ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ এমন নানা ইস্যুতে স্লোগান দেওয়া হয়।
পুলিশ অবশ্য ব্যারিকেড করে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের অনেকটা আগেই মিছিল আটকে দেয়। মীনাক্ষী-সহ ৭জনকে লালবাজারে নিয়ে যায় পুলিশ।