স্কুল-কলেজ খোলার দাবিতে বিকাশ ভবনে এসএফআই-এর (SFI) মিছিল। সেই মিছিল ঘিরেই উত্তেজনা সল্টলেকের করুণাময়ীতে। বিধাননগর কমিশনারেটের (Bidhan Nagar Commissionarate) পুলিশের (Police) সঙ্গে বিক্ষোভকারীদের বচসা। অভিযোগ, বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ।
সোমবার মিছিল করে বিকাশ ভবনের দিকে এগোতে থাকেন এসএফআই কর্মী সমর্থকরা।বিক্ষোভে উপস্থিত ছিলেন ছাত্রনেতা ময়ূখ বিশ্বাস , সৃজন ভট্টাচার্য সহ কর্মী সমর্থকেরা। বিক্ষোভকারীরা করুণাময়ী পৌঁছতেই পথ আটকায় পুলিশ। অভিযোগ, পুলিশ একপ্রকার চ্যাংদোলা করে এসএফআই কর্মী সমর্থকদের রাস্তা থেকে গাড়িতে তোলার চেষ্টা করে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এসএফআই কর্মী সমর্থকরা।
আরও পড়ুন: স্নাতকোত্তরে আসন সংখ্যা বাড়ানোর দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ
স্কুল না খোলা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। তিনি বলেন, "বিভিন্ন বড় বড় অ্যাপের দালালি করছে তৃণমূলের নেতা-মন্ত্রীর। এরা মেলা করছে, মোচ্ছব করছে। বার খোলা, রেস্টুরেন্ট খোলা। আসলে এরা আমাদের পড়তে দিতে চায় না। যার যত বেশি জানে, তারা তত কম মানে। তাই জন্য আমাদের ওপর এই আক্রমণ করা হচ্ছে। এরা গোটা প্রজন্মকে শেষ করছে।