সবার নজর আজ শিয়ালদহ আদালতে। আজ, সোমবার বিচারক অনির্বাণ দাসের এজলাসে হতে চলেছে আরজি কর মামলার সাজা ঘোষণা। গত শনিবারই এই মামলায় ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, সাজা ঘোষণার আগে নির্যাতিতার পরিবার এবং দোষী সঞ্জয়ের সঙ্গে কথা বলবেন বিচারক।
গত শনিবারই এজলাস বসার ১২ মিনিটের মধ্যে আরজি মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভল্টানটিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আদালত। সরকারি হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে ধর্ষণে করে খুন করার ঘটনায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়। তথ্য প্রমাণের ভিত্তিতে সঞ্জয়ের অপরাধ প্রমাণিত বলে জানান বিচারক। এই ঘটনায় সাক্ষীদের বয়ান ও তদন্তকারী সংস্থার তথ্যপ্রমাণের ভিত্তিতে সঞ্জয়ের অপরাধ প্রমাণিত বলে জানায় আদালত।
যদিও শনিবার তাঁকে ফাঁসানো হয়েছে বলেই দাবি করেছিলেন সঞ্জয়। গত ৯ অগাস্ট আরজি করের ঘটনায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ। আরজি করের সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধারের পরের দিনই সঞ্জয়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। কলকাতা হাই কোর্টের নির্দেশে পরবর্তী সময়ে এই ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাদের বিশেষ আদালতেই এদিন সাজা ঘোষণা করা হবে।