কর্মসংস্থানের পথে আরও এক ধাপ। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পঞ্চমীর দিনের বিকেলে উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। দেড় হাজারের বেশি চাকরিপ্রার্থীকে ওই ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে ইন্টারভিউ।
পঞ্চম থেকে অষ্টম শ্রেণির উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য শেষবার পরীক্ষা নেওয়া হয়েছিল ২০১৬ সালে। কিন্তু এই পরীক্ষার মেধাতালিকা নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছিল।যা নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশেই, স্টেট লেভেল সিলেকশন টেস্টের মেধাতালিকা বাতিলও করা হয়েছিল। নতুন করে ইন্টারভিউ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই শুক্রবার প্রকাশিত হল বিজ্ঞপ্তি।
স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে চাকরিপ্রার্থী ইন্টারভিউয়ের চিঠি ডাউনলোড করতে পারবেন বলেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।