৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে স্কুল (School Reopen)। সোমবার নয়া নির্দেশিকায় জানাল রাজ্য। স্কুল খোলা নিয়ে রাজ্যের সিদ্ধান্তকে 'রাজনৈতিক জয়' বলে মনে করছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই (SFI)। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। যাঁরা পথে নেমে এই আন্দোলনে সামিল হয়েছেন, তাঁদেরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
গত কয়েকদিন ধরেই কলকাতা ও জেলাস্তরে স্কুল খোলা নিয়ে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয় এসএফআই। বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে লাগাতার আন্দোলন করে বাম ছাত্র সংগঠন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর উচ্ছ্বাসে মেতে ওঠে এসএফআই কর্মী-সমর্থকরা। সোমবার বাম নেতা সৃজন ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে বলেন,"আমাদের সুদীর্ঘ আন্দোলনের রাজনৈতিক জয়। স্কুল-কলেজ বন্ধ করে অনলাইন ক্লাসে জোর দিয়ে শিক্ষাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল। কিন্তু আমরা অনলাইন নয়, ক্লাসের পড়াশোনাতেই জোর দিই।"
আরও পড়ুন: ৩ তারিখ থেকে ফের শুরু ক্লাস, ৫ তারিখ থেকে পাড়ায় শিক্ষালয়, ঘোষণা মুখ্যমন্ত্রীর
নবান্ন থেকে এদিন সাংবাদিক বৈঠক করে রাজ্যের স্কুল খোলার সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে স্কুল, কলেজ-সহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে। আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হবে ক্লাস। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের পড়াশোনা চলবে 'পাড়ায় পাড়ায় শিক্ষালয়ে'। তবে কঠোরভাবে কোভিড বিধি মেনেই চলতে হবে সবাইকে।