বসন্ত বাতাসে, এদিকে গোটা দেশ একই সঙ্গে ফুটছে ভোটের উত্তাপেও। দোলের আবহেই চলছে জোর প্রচার। নাম ঘোষণার পর থেকেই যাদবপুর কেন্দ্রের একাধিক জায়গায় ঘুরছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, তাঁর সঙ্গে থাকছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র-ও। প্রচারে বেরিয়েই দোল খেললেন সায়নী, লাভলি। সায়নীকে রঙে রাঙালেন তিনি, সায়নীও সহকর্মীকে আবির দিলেন।
হুডখোলা গাড়িতে চড়ে সায়নী, লাভলী বেরিয়েছিলেন প্রচারে। এলাকার মহিলারা তাঁদের পুষ্পবৃষ্টিতে বরণ করেছেন, কেউ কেউ গালে লাগিয়ে দিয়েছেন আবির। এদিন ৷ রাজপুর সোনারপুর পৌরসভার ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে এদিন নির্বাচনী প্রচার সারেন তারা ৷ দলীয় কর্মীদের সাথেও আবীর খেলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।
Jagadhatri-Ankita Mullick: 'রঙে রঙে মনে প্রাণে রাঙা হল রে’, বসন্ত দিনে লালে লাল 'জগদ্বাত্রী'
সায়নীর শিবলিঙ্গে পুজো দেওয়া নিয়ে কটাক্ষ করেছিল বিজেপি, এদিন এই প্রসঙ্গে সায়নী জানান ,’বিজেপির কটাক্ষ ছাড়া অন্য কিছু করার নেই ৷ বিজেপির প্রতি মানুষের সাড়া ও সমর্থন কিছুই নেই ৷ ‘