আর জি কর হাসপাতালের দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ ৪জনকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। শুনানিতে সন্দীপকে নিজেদের হেফাজতে চাইলই না CBI। তার পরেই অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদিনও সন্দীপকে দেখে কোট চত্বরে চোর চোর স্লোগান ওঠে।
RG কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। এরপর মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয়েছিল সন্দীপ ঘোষকে। শুনানিতে, CBI-এর আইনজীবীকে ভর্ৎসনা করেন বিচারক।
আলিপুরের আদালতে CBI এর আইনজীবী জানান, বর্তমানে সন্দীপ ঘোষকে CBI হেফাজতে নেওয়ার দরকার নেই। পরবর্তীতে পরিস্থিতি বুঝে হেফাজতে নেওয়া হবে। তারপরেই বিচারক সন্দীপকে জেল হেফাজতের নির্দেশ দেন।