আদালত চত্বরে চোর স্লোগান। আপতত আট দিন সিবিআই হেফাজতে আরজি করের দুর্নীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আদালত সূত্রে খবর, তাঁর জামিনের কোনও আবেদনই করেননি আইনজীবী। এদিন আলিপুর আদালতে পেশ করা হয়েছিল সন্দীপ-সহ এই মামলায় ধৃত বাকি তিনজনকে। সিবিআইয়ের দাবি ছিল, সন্দীপকে তারা ১০ দিন হেফাজতে নেবে। সেই আবেদন অবশ্য খারিজ করে দিয়েছে বিশেষ আদালত।
মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে নিজাম প্যালেস থেকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয় সন্দীপ ঘোষকে। তাঁকে নিজাম প্যালেসের বাইরে বার করতেই প্রাক্তন অধ্যক্ষকে বিড়ম্বণার মুখে পড়তে হয়। তাঁর বিরুদ্ধে চোর স্লোগান ওঠে। সেই ভিড় ঠেলেই আদালতো তোলা হয় সন্দীপকে।
সন্দীপের সঙ্গে সিবিআই গ্রেফতার করে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত, হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা বিপ্লব সিংহ এবং একটি ওষুধের দোকানের মালিক সুমন হাজরাকে। গ্রেফতার করা হয় সন্দীপের নিরাপত্তারক্ষী আফসর আলিকে।