তাঁর কথা না শুনেই আরজি করে দুর্নীতি মামলায় সিবিআই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এই অভিযোগ করে এবার সুপ্রিম কোর্টে গেলেন এই মামলায় গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আগামী শুক্রবার তাঁর মামলার শুনানি হতে চলেছে শীর্ষ আদালতে। আরজি করের ঘটনা সামনে আসতেই উঠে আসে সন্দীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ।
গত মাসে সন্দীপের বিরুদ্ধে এই অভিযোগ করে ইডি তদন্তের দাবি জানিয়েছিলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। সেই মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সিবিআই তদন্তের নির্দেশ দেন। সেই মামলাতেই সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই।
সন্দীপকে আরজি করের মহিলা চিকিৎসককে খুনের মামলায় গত ১৬ অগস্ট থেকে টানা জেরা করছিল সিবিআইয়ের অন্য একটি দল। এই ঘটনায় আপাতত আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে আটদিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুরের আদালত।