প্রয়াত সমরেশ মজুমদার। সোমবার সূর্যাস্তের ঠিক পরেই নিভে গেল অনিমেষ-মাধবীলতার স্রষ্টা তথা বাংলাভাষার প্রবাদপ্রতিম সাহিত্যিকের জীবনপ্রদীপ। বাংলা সাহিত্যের একের পর এক ক্লাসিক সৃষ্টির রূপকার চলে গেলেন চিরঘুমের দেশে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে বিকেল ৫ টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৯ বছর।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২৫ এপ্রিল মাথায় রক্তক্ষরণের কারণে ভর্তি করানো হয়েছিল সাহিত্য অকাডেমি পুরস্কার জয়ী সাহিত্যিককে। একইসঙ্গে শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। কারণ আগে থেকেই তাঁর সিওপিডির সমস্যা ছিল।
দেশ পত্রিকায় ১৯৭৫ সালে প্রথম উপন্যাস ‘দৌড়’ প্রকাশিত হয়েছিল। অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান, গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ ইত্যাদি উল্লেখযোগ্য।
উত্তরবঙ্গের গয়েরকাটায় ১৯৪২ সালে জন্ম উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলা-সহ বেশ কিছু কালজয়ী উপন্যাসের লেখক সমরেশে মজুমদারের। প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ি জিলা স্কুলে। ষাটের দশকের গোড়ায় তিনি কলকাতায় আসেন। ভর্তি হন স্কটিশ চার্চ কলেজের বাংলা স্নাতক বিভাগে।