সল্টলেকের ফাল্গুনী বাজার এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই শতাধিক ঝুপড়ি। সন্ধে ৭টা 40 নাগাদ আগুন লাগে। রাত ১০টা পর্যন্ত আগুন সম্পূর্ণ নেভেনি বলে দমকল সূত্রে খবর। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু ও বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এলাকায় হাজির হন। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই।
সল্টলেকের ফাল্গুনী বাজারের ওই এলাকায় বেশ কয়েকটি আবাসন আছে। ঝুপড়িগুলি আবাসনের লাগোয়া। দাহ্য পদার্থ থাকায় ঝুপড়িতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সিলিন্ডার বিস্ফোরণ হতে দেখা যায় এলাকায়। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় বাড়িগুলিও।
মেয়র কৃষ্ণা বসু জানিয়েছেন, আশ্রয়হীনদের আপাতত একটি কমিউনিটি হলে থাকার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করবে প্রশাসন। আপাতত আগুন নেভানোর কাজ চলছে। রিপোর্ট দেখে আশ্রয়হীনদের সরকারি নিয়মে মাথার ছাদ দেওয়ার ব্যবস্থা হবে।
দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, প্রাণ হাতে করেই দমকলকর্মীরা ১২টি সিলিন্ডার উদ্ধারের কাজ করছেন। বিস্ফোরণের তীব্রতায় ঝুপড়িতে ব্যবহৃত অ্যাসবেস্টার্সের টুকরো ছিটকে গিয়ে আবাসনের ছাদে পড়ে।