সাড়ে ৮ ঘণ্টা পর ED অফিস থেকে বের হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। রাত ৭টা ৩৪ মিনিট নাগাদ তিনি বেরিয়ে যান। জিজ্ঞাসাবাদের জন্য সকাল ১০টা ৫৭ মিনিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে গিয়েছিলেন।
নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল। গত সপ্তাহেই এনিয়ে সমন পাঠানো হয়েছিল রুজিরাকে। সেইমতো নির্দিষ্ট সময়েই ED দফতরে হাজিরা দেন তিনি।
রুজিরার তরফে কিছু জানানো না হলেও এদিন সকালে দেখা যায় সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশি নিরাপত্তা। ব্যারিকেড করে রাখা হয়। নিয়ন্ত্রণ করা করা হয় গাড়ি চলাচলও।
নিয়োগ মামলার তদন্তে সিজিওতে হাজিরা দিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়
এর আগে তাঁকে কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করা হলেও এই প্রথম নিয়োগ মামলায় ডেকে পাঠানো হল। চার মাস আগেই তাঁকে কয়লা পাচার মামলায় ডেকে পাঠিয়েছিল ইডি।