কলকাতা থেকে দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেওয়ার অভিযোগ। দুই সন্তানকে নিয়ে কলকাতা থেকে দুবাই যাচ্ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। কলকাতা বিমানবন্দরের অভিবাসন দফতরের বিরুদ্ধে রুজিরাকে আটকে দেওয়ার অভিযোগ। সূত্রের খবর, এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আদালত অবমাননার মামলা করতে পারেন অভিষেক। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশে ভারত থেকে বিদেশ যেতে পারেন রুচিরা। সেই নির্দেশ মেনেই সন্তানদের নিয়ে দুবাই যাচ্ছিলেন তিনি।
নবজোয়ার কর্মসূচির জন্য এখন ব্যস্ত অভিষেক। প্রায় দু মাস এই প্রচার কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন তিনি। তাই সোমবার সকালে দুই সন্তানকে নিয়ে একাই দুবাই যাচ্ছিলেন রুজিরা। অভিযোগ, সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকার পরেও বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়ার অভিযোগ করা হয়েছে।