বর্ষবরণের আগে রাজ্য-রাজনীতিতে নয়া জল্পনা। অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দেখা করলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। লোকসভা ভোটের চার মাস আগে ভিক্টরের বাড়িতে আরএসএস প্রধানের সফর ঘিরে জল্পনা তৈরি হয়েছে। তবলাবাদক বিক্রম ঘোষের বাড়িতেও যান মোহন ভাগবত।
দুদিনের সফরে কলকাতায় এসেছেন মোহন ভাগবত। শনিবার রাতে রাজ্যের এক সময়ের মন্ত্রী উপেন বিশ্বাস ও ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের বাড়িতে যান। রবিবার সকালে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান তিনি। এরপর সংঘের সমন্বয় বৈঠকে যোগ দেবেন তিনি। তাতে সংঘের সব প্রতিনিধিদের পাশাপাশি বিজেপি নেতারাও থাকবেন।