আগামী ২৯ মার্চ বামফ্রন্টের ডাকে কেন্দ্রীয় মিছিল। শুরুতে ঠিক ছিল, রামলীলা ময়দানে জমায়েতের পর মিছিল যাবে লেনিন মূর্তির পাদদেশ পর্যন্ত। তবে শহীদ মিনারে তৃণমূল ছাত্র-যুবদের সমাবেশ থাকায় পুলিশি অনুমতি মেলেনি। তাই বামফ্রন্টের পক্ষ থেকে মিছিলের রুট পরিবর্তনের কথা জানানো হয়েছে। ফলে রামলীলা ময়দান থেকে মিছিল শুরু হলেও তা আচার্য জগদীশ চন্দ্র বসু রোড ধরে এগিয়ে পার্ক স্ট্রিট ধরে পার্ক সার্কাসের দিকে যাবে। এরপর লেডি ব্র্যাবোর্ন কলেজের সামনে মিছিল শেষে সভা হবে বলেই খবর। শুধু তাই নয়, পুলিশি অনুমতি না মেলায় বদলে গিয়েছে মিছিলের সময়ও। প্রথমে দুপুর ২ঃ৩০-এ মিছিল শুরু কথা থাকলেও বিবৃতি দিয়ে ৩টে নাগাদ মিছিল শুরুর কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্পে বরাদ্দের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এবং তৃণমূল সরকারের লাগামছাড়া দুর্নীতির বিরুদ্ধে তাঁদের এই সর্বাত্মক প্রচার। মঙ্গলবার থেকেই বামফ্রন্ট এই তিনদিনের কর্মসূচিতে নামছে বলে খবর। ২৮ মার্চ মঙ্গলবার থেকে ৩০ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যজুড়ে প্রচার কর্মসূচি সংগঠিত করবেন বাম নেতৃত্ব। ২৯ মার্চ বুধবার কলকাতায় কেন্দ্রীয়ভাবে মিছিলের ডাক দেওয়া হয়েছে।
আরও পড়ুন- West Bengal Weather Update: প্রবল বৃষ্টিতেও রেহাই নেই, রাজ্যজুড়ে আরও বাড়বে তাপমাত্রা