বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহো। সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান তিনি। তাঁকে উত্তরীয় পড়িয়ে আমন্ত্রণ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন ব্রাজিলের জার্সি। কলকাতায় আসার আগেই মমতার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন রোনাল্ডিনহো।
কালীঘাটের বাড়িতেই ব্রাজিলের প্রাক্তন ফুটবলারের সঙ্গে দেখা করতে আসেন কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের প্রতিনিধিরা। রোনাল্ডিনহোকে স্মারক হিসাবে তুলে দেওয়া হয় দুই প্রধানের জার্সি।
আরও পড়ন : রোনাল্ডিনহোর সামনে গোলকিপার সুজিত বসু, কিংবদন্তির সাম্বা নাচে মাত শ্রীভূমী
মুখ্যমন্ত্রীও ব্রাজিলের প্রাক্তন ফুটবলারের হাতে তুলে দেন একটি ফুটবল। এদিন কালীঘাটের বাড়িতে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো রাজ্যে মন্ত্রীরাও।