আরজি কর মামলায় গ্রেফতার সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে ফের নিজেদের হেফাজতে চেয়ে শিয়ালদহ আদালতে আবেদন সিবিআইয়ের। এদিন আদালতে সিবিআই দাবি করেছে, এই ঘটনায় তারা ফের সন্দীপ এবং অভিজিৎকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায়। কারণ, সিবিআই দাবি করেছে, এই ঘটনায় টালা থানার প্রাক্তন ওসির ভূমিকা এই ঘটনায় অনেকগুলি প্রশ্নকে সামনে এনেছে।
এর আগের শুনানিতে শিয়ালদহ আদালতে সিবিআইয়ের আইনজীবী দাবি করেছিলেন, টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে বেশ কিছু ডিজিট্যাল প্রমাণ তাঁদের হাতে এসেছে। যা খতিয়ে দেখতে আরও সাত থেকে আটদিন সময় লাগবে। আদালতের প্রশ্ন ছিল, এই ঘটনায় আদৌও কী সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের কোনও ভূমিকা রয়েছে কীনা ?
নাকি তাঁদের স্রেফ সন্দেহের বশে গ্রেফতার করা হয়েছে ? আদালতের প্রশ্নের উত্তরে সিবিআই জানিয়েছিল, আরজি করের ঘটনায় গ্রেফতার সন্দীপ এবং অভিজিৎ সন্দেহ থেকে বাইরে যাচ্ছেন না। তাই, এই মামলায় সন্দীপের নার্কো পরীক্ষা এবং অভিজিতের পলিগ্রাফ টেস্টের আবেদন করা হয়েছিল।
যদিও সিবিআইয়ের আবেদন আগেই খারিজ করে দিয়েছি শিয়ালদহ আদালত। এদিন আদালতের থেকে সন্দীপ ও অভিজিতের তিন দিনে হেফাজত দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।