Roddur Roy teaching Moxaism in Jail: জেলেই শেখাচ্ছেন মোক্সা তত্ত্ব, রোদ্দুরের গানের গুঁতোয় ঘুম ছুটেছে

Updated : Jun 28, 2022 16:11
|
Editorji News Desk

রাতের হাজতে অন্য বন্দিদের কাছে বিভীষিকা হয়ে উঠেছেন ইউটিউবার রোদ্দুর রায় (Roddur Roy)। রাত বাড়লেই রোদ্দুর রায় যান অন্য বন্দিদের কাছে। কাউকে শোনান মোক্সা তত্ত্ব আবার কখনও চলে অশ্লীল ভাষায় গান।

লালবাজারের সেন্ট্রাল লকআপ (Lal Bazar Central Lock Up) বহু পরিচিত জায়গা কসবার স্বঘোষিত ডন সোনা পাপ্পুর কাছে। তোলাবাজির অভিযোগে তাঁকেও লালবাজারের সেন্ট্রাল লকআপে রাখা হয়েছিল। কিন্তু সেখানে এসে এই ফ্যাঁসাদে পড়তে হবে, ভাবতে পারেননি তিনি। ইউটিউবার রোদ্দুর রায়ের 'মোক্সা' ঠাট্টা রীতিমতো অত্যাচার হয়ে উঠেছে তাঁর। রাত বারোটা বা একটা নাগাদ হঠাৎ করেই সবাইকে ঘুম থেকে জাগিয়ে দিচ্ছেন। নিজস্ব ভঙ্গিমায় গান করছেন রোদ্দুর। 

আরও পড়ুন: প্রসবের সময়, মায়ের পেটেই রয়ে গেল সন্তানের মাথা, ভয়াবহ ঘটনা পাকিস্তানে

এর আগে বড়তলা থানায় রাখা হয়েছিল তাঁকে। সেখানেও নাকি একই কাণ্ড করেছিলেন তিনি। লালবাজারের সেন্ট্রাল লক আপেও তাঁর অত্যাচার অসহনীয় হয়ে উঠেছে অন্য বন্দিদের। পাটুলি থানায় তাঁর নামে একটি অভিযোগ জমা পড়েছিল। আলিপুর থানায় তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পাটুলি থানা। ওই থানায় কী কীর্তি করতে পারেন, এখন থেকেই তা ভাবতে শুরু করেছেন আধিকারিকরা। তবে কোনও পুলিশ আধিকারিকের সঙ্গে কোনও খারাপ ব্যবহার করেননি তিনি। কোনও গালিগালাজও দেননি। রোদ্দুরের টার্গেট শুধু অন্য বন্দীরাই। 

পুলিশ সূত্রে খবর, রোদ্দুর রায়কে গোয়া থেকে গ্রেফতার করে কলকাতায় আনার পর লালবাজারের সেন্ট্রাল লক আপে রাখা হয়। ওই দিনই লালবাজারের গুন্ডাদমন শাখার জেরার জন্য সেন্ট্রাল লক আপে রাখা হয় কসবায় তোলাবাজিতে অভিযুক্ত সোনা পাপ্পু ও তাঁর দলের পাঁচজনকে। রোদ্দুরের চেহারা দেখে মশকরা করেছিল পাপ্পু ও তাঁর দলের লোকরা। সেটাই ভুল হয়ে গিয়েছিল। 

পরের দিন পাপ্পু ও তার দলের লোকেরা লালবাজারের গোয়েন্দা আধিকারিকদের জানান, খাওয়াদাওয়ার পর তারা ঘুমিয়ে পড়েছিল। কিন্তু রোদ্দুর রায় এসে তাদের জাগান। কিছু বুঝে ওঠার আগেই পাপ্পুর বাকি সঙ্গীদেরও ডাকতে শুরু করেন। কয়েকজন রোদ্দুরকে ধমকালেও লাভ হয়নি। রোদ্দুর বলেন, রাত ঘুমোনোর সময় নয়, জাগার সময়। রাত মানে গান গাওয়ার সময়। এরপরই হাততালি দিয়ে গান গাইতে থাকেন। তাঁর গানের গুঁতোয় ভোররাত পর্যন্ত ঘুমের বারোটা বেজে যায় জেলের অন্য বন্দিদের।

Roddur RoyRoddur Roy controversy

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট