Roddur Roy Arrested from Goa: গোয়া থেকে ইউটিউবার রোদ্দুর রায়কে গ্রেফতার কলকাতা পুলিশের

Updated : Jun 07, 2022 14:55
|
Editorji News Desk

গোয়া থেকে গ্রেফতার করা হল রোদ্দুর রায়কে (Roddur Roy)। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata Police)। মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে তাঁর নামে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। সেই প্রেক্ষিতেই এদিন রোদ্দুর রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

কেকে-র মৃত্যুর পর ফেসবুকে একটি ভিডিয়ো লাইভ করেন রোদ্দুর রায়। রূপঙ্করের বিরুদ্ধেও তোপ দেগেছিলেন তিনি। সেই লাইভ ভিডিয়োতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন রোদ্দুর রায়। তা নিয়ে ফের নতুন করে তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়ে। এর আগে ফেসবুকে একটি কবিতা পোস্ট করেন এই ইউটিউবার। সেই কবিতার শব্দ ও ভাষা নিয়ে আপত্তি জানান নেটিজেনরা। সমালোচনার ঝড় বয়ে যায়।

আরও পড়ুন: ভবানীপুরের দম্পতির মেয়েকে ফোন মমতার, দোষীদের দ্রুত শাস্তির নির্দেশ সিপিকে

মঙ্গলবার একাধিক অভিযোগের ভিত্তিতে গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। 


মঙ্গলবার সকাল পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় নীরব ছিলেন রোদ্দুর রায়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ ফেসবুকে একটি লাইভ করেন তিনি। সেই লাইভে তিনি বলেন, ২ বছর আগে তিনি একটি কেস খেয়েছিলেন। সেই লাইভেও মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা নিয়েও কটাক্ষ করেন তিনি। তার আগে ফেসবুক স্ট্যাটাসে লেখেন, "কেস দাও মোরে কেস দাও আরও, বন্ধ রাখিও কারাগারে"।

তৃণমূলের মুখপাত্র ঋজুর অভিযোগ, সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর ভাষা ব্যবহার করেছেন তিনি। আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের পুলিশ ও প্রশাসনকে। সম্প্রতি রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ, অশ্লীল ও আপত্তিকর ভাষা ব্যবহার করে রাজ্যকে অপমান করেছেন তিনি। নেটমাধ্যমে ঘৃণা ছড়ানোর অভিযোগে পুলিশের কাছে আর্জি জানানো হয়েছিল রোদ্দুর রায়ের বিরুদ্ধে।

Mamata BanerjeeRoddur RoyGoaCMKolkata Police

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট