কীভাবে খুন হয়েছেন ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী (Riya Kumari Murder Update)! ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক অনুমান, শোয়া অবস্থায় গুলি করা হয় রিয়াকে।
বৃহস্পতিবার ঘটনাস্থল খতিয়ে দেখেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ছিল বাগনান থানার তদন্তকারী আধিকারিকরাও। রিয়া কুমারীর দেহ ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, গুলি করার সময় শুয়ে ছিলেন অভিনেত্রী। প্রকাশের গাড়িতে তোশক, বালিশ, কম্বলও পাওয়া গিয়েছে। পরিকল্পনামাফিক বিছানা রাখা হয়েছিল গাড়িতে! দেহ লোপাটের কোনও পরিকল্পনা ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ইউটিউবের গন্ডি পেরিয়ে বলিউডে ঝিলম, প্ৰযোজক করণ জোহর
প্রকাশের বিরুদ্ধে অভিযোগ, রিয়ার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন করতেন। রিয়াকে সন্দেহ করতেন এবং তাঁর টাকাপয়সাও হাতিয়ে নিতেন বলে রিয়ার ভাইয়ের অভিযোগ। প্রকাশের দ্বিতীয় পক্ষের স্ত্রী রিয়া। ইউটিউবে ঈশা আলিয়া নামে পরিচিত ছিলেন তিনি।