তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। রেশন দুর্নীতিতে ইডি তলবের পর প্রতিক্রিয়া অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্তের। বৃহস্পতিবার সকালে ইডি সূত্রে জানা গিয়েছে, রেশন দুর্নীতির তদন্তে তলব করা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। আগামী পাঁচ তারিখ তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনার পর মার্কিন মুলুক থেকে ঋতুপর্ণা জানিয়েছেন, রেশন দুর্নীতি সম্পর্কে তিনি কিছু জানেন না। এমনকী, কলকাতার বাড়িতে এই ব্যাপারে কোনও চিঠি পাননি বলেও দাবি টলি সেলেবের। তবে ঋতুপর্ণার ক্ষোভ, সামনে তাঁর সিনেমা আসছে। তাঁর আগে এই ভাবে ষড়যন্ত্র করে তাঁর সম্মানহানি করা হচ্ছে।
পাঁচ বছর আগে ২০১৯ সালে রোজভ্যালি তদন্তে ঋতুপর্ণাকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। তাঁর সঙ্গে রেশন দুর্নীতির কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছেন অভিনেতা। গ্রেফতার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর বার দুয়েক দেখা হয়েছিল বলেও জানিয়েছেন ঋতুপর্ণা। তবে, এই দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছেন।