Rituparna Sengupta:শ্যামবাজারে ঋতুপর্ণার গাড়িতে ধাক্কা, অভিনেত্রীকে ঘিরে গো ব্যাক স্লোগান, নিন্দায় টলিউড

Updated : Sep 05, 2024 09:47
|
Editorji News Desk

আর জি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার রাজ্যজুড়ে জ্বলে উঠেছিল প্রতিবাদের মশাল । রাত দখল কর্মসূচিকে কেন্দ্র করে সন্ধে থেকেই বিভিন্ন প্রান্তে শুরু হয় জমায়েত । আমজনতা ও তারকারা হাতে হাত রেখে হেঁটেছেন তিলোত্তমার রাজপথে । গান, কবিতা এবং নাটকের মাধ্যমে প্রতিবাদ চলেছে, কোথাও মিছিলে । রাত ৯টা বাজতেই আঁধারে ঢাকে শহর থেকে জেলা । জুনিয়র ডাক্তারদের আহ্বানে ঘরের আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদে সামিল হল ছোট থেকে বড় সকলেই । এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও । শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে মোমবাতি, মশালের আলোর মিছিলে গিয়েছিলেন তিনি । কিন্তু, সেখানে পৌঁছনোর পরই বিক্ষোভের মুখে পড়তে হল অভিনেত্রীকে । তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগানও ওঠে । 

ঘড়িতে তখন ৯টা । শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে, জনতার ভিড়ে মিশে গিয়েছিলেন টলি তারকারা । মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান ঋতুপর্ণাও । তবে, সেখানে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি । প্রবল জনরোষের মুখে পড়তে হয় তাঁকে । ঋতুপর্ণাকে ব্যাঙ্গ করে উলু ধ্বনি, শঙ্খধ্বনি দেওয়া হয় । তাঁর উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগানও ওঠে । এরপরই গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে যান ঋতুপর্ণা । তবে, গাড়িতে ওঠার পরও নিস্তার পাননি । ঋতুপর্ণার গাড়িতে রীতিমতো ধাক্কা দেন আন্দোলনকারীরা । তাঁর গাড়ির কাঁচে ধাক্কা দিয়ে চলে গো ব্যাক স্লোগান । উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় শঙ্খ বাজিয়ে আর জি করের ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন ঋতুপর্ণা । সেই নিয়ে কম ট্রোলডও হননি । এবার রাস্তায় নেমে কটাক্ষের শিকার অভিনেত্রী । 

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে টলিউড । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র নিন্দা করেছেন সুদীপ্তা, সুজয়প্রসাদ থেকে চৈতি ঘোষাল, ভাস্বর সকলেই । তাঁদের প্রশ্ন, একদিকে যখন এক উপর মহিলার নারকীয় অত্যাচারের প্রতিবাদে গোটা শহরে বিচারের জন্য গর্জে উঠছে । তখন শ্যামবাজারে আরেক নারীকে এভাবে অসম্মান করা হচ্ছে ? প্রশ্ন তুলছেন টলিউডের কলাকুশলীরা । 

সুদীপ্তা চক্রবর্তী লেখেন, “আপনারা তাঁর অবস্থান দেখলেন না। অথচ ভুয়ো ভিডিওটি দেখে ঘৃণা উগরে দিলেন। আপনার তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিলেন। তিনি তা-ও মেনে নিলেন। এলাকা ছেড়ে দিলেন। তা সত্ত্বেও তিনি যখন গাড়িতে বসে রয়েছেন তখন হামলা চালালেন। কী ভয়াবহ পরিস্থিতি! 

রূপা গঙ্গোপাধ্যায় লিখলেন, "ঋতুপর্ণাকে বিনা কারণে এই অপমান করা আমি সমর্থন করি না। করব না। এই নাকি নারী সম্মান। নারী সুরক্ষার লড়াই?"

Rituparna Sengupta

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট