আরজি কর কাণ্ডে ৮ সেপ্টেম্বর ফের রাতদখলের ডাক। ৯ সেপ্টেম্বর শিলিগুড়িতে ভোর দখলের ডাক। ১৪ অগাস্ট কর্মসূচি যারা করেছিলেন, তাঁরাই এই কর্মসূচির ডাক দিয়েছেন। এবার মূলত সাংস্কৃতিক জগতের মানুষদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল দেশ। বিচার চেয়ে পথে নামেন ১৪ অগাস্ট রিমঝিম সিংয়ের ডাকে স্বতঃস্ফূর্ত আন্দোলন হয় কলকাতা ও শহরতলিতে। প্রতিদিনই কোনও না কোনও প্রতিবাদে উত্তাল গোটা দেশ। আরজি কর কাণ্ডে কলকাতা তাঁদের কর্মসূচির নাম ছিল, 'মেয়েদের রাত দখল করো, দিন বদল করো'। কলকাতা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জেলায় মেয়েরা রাতদখল করেন। সেই সেই কর্মসূচির আহ্বায়করাও নতুন কর্মসূচির ঘোষণা করলেন।
শুক্রবার সাংবাদিক বৈঠক করে রিমঝিম সিনহারা জানান, "শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর।" এই কর্মসূচির কথা বলতে গিয়ে রিমঝিমরা 'গুপী গাইন বাঘা বাইন' ছবির উল্লেখও করেন। এবার সাংস্কৃতিক আঙ্গিকে রাতদখল হবে বলেও জানান রিমঝিমরা। গানের দল, নাচের দল ও সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তিত্বকে এই কর্মসূচিতে আহ্বান জানানো হয়েছে।
এদিকে প্রাক্তন টেবিল টেনিস প্লেয়ার মান্তু ঘোষের নেতৃত্বে ভোর দখলের ডাক দিয়েছেন মান্তু ঘোষ। এবার শিলিগুড়িতে ভোর দখলের ডাক দিয়েছেন তিনি। সঙ্গে রয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা।