RG Kar News : পুলিশ টাকা দিতে চেয়েছিল, দেহ দাহ করতে বাধ্য করা হয়, অভিযোগ নির্যাতিতার বাবা-মা-র

Updated : Sep 05, 2024 12:35
|
Editorji News Desk

বুধবার রাত আঁধারে ঢেকেছিল তিলোত্তমা । জ্বলে উঠেছিল প্রতিবাদের মশাল । মহানগরের রাজপথ জুড়ে মোমবাতি হাতে শুধু মানুষের মিছিল, কোথাও ফোনের ফ্ল্যাশ লাইট জেলে প্রতিবাদে সামিল হয়েছিলেন শহরবাসী । শুধু কলকাতা নয়, এই ছবিটা ছিল আসানসোলে থেকে শিলিগুড়ি, সর্বত্র । আর জি করেও বিশেষ কর্মসূচি পালন করেন জুনিয়র ডাক্তাররা । নির্যাতিতার প্রতীকী ছবির সামনে শত শত আলোর মোমবাতি জ্বলছিল, ডাক্তাররা গাইছিলেন আগুনের পরশমণি, সেইসময় সেখানে ছিলেন নির্যাতিতার বাবা-মাও । চোখে তাঁদের জল । বারবার চোখ মুছছেন নির্যাতিতার বাবা । মা ভেঙে পড়লেন কান্নায় । এ দৃশ্য যেন চোখে দেখা যায় না । ডাক্তারদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তাঁরা । পরে আর জি করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন নির্যাতিতার বাবা । তাঁর অভিযোগ, পুলিশ তাঁদের টাকা দিতে চেয়েছিল । ঘটনার দিন পুলিশের ভূমিকা, হাসপাতালের ভূমিকা-সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে প্রশ্নও তোলেন তিনি ।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা জানান, তাঁর মনে বেশ কয়েকটি প্রশ্ন উঠেছে, সেগুলোই তিনি জানাতে চান এবং জবাবও চান । কোন কোন বিষয়ে প্রশ্ন তুলেছেন দেখে নিন

হাসপাতালের তরফে প্রথমে কোনও মেডিকেল টেস্ট করা হয়নি । তাহলে কীভাবে কোনও পরীক্ষা ছাড়াই বলা হল যে তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন?

মেয়েকে দেখার জন্য দীর্ঘক্ষণ হাসপাতালে তাঁদের অপেক্ষা করতে হয়েছে । মেয়ের মুখ দেখার জন্য ওর মা পুলিশের হাতে-পায়ে ধরেছেন । কিন্তু, কেন মেয়েকে দেখার জন্য সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করতে হল ?

ময়নাতদন্তে কেন দেরি হয়েছে

টালা থানা অনেক দেরিতে এফআইআর নথিভুক্ত করেছে । নির্যাতিতার বাবার দাবি, তিনি এফআই করেছেন সন্ধ্যা সাড়ে ৬’টা থেকে ৭টার মধ্যে। কিন্তু সেই এফআইআর রাত পৌনে ১২টায় দায়ের করা হয়েছে । কেন এত দেরি করে এফআইআর দায়ের হল, প্রশ্ন তুলেছেন তিনি ।

পুলিশ কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করল ?

নির্যাতিতার বাবার আরও অভিযোগ, দেহ দাহ করতে তাঁদের বাধ্য করা হয়েছিল । তাঁর কথায়,'আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম। কিন্তু ৩০০-৪০০ পুলিশ টালা থানা ঘিরে রেখেছিল। আমরা সেখান থেকে ফিরে যাই। দেহ দাহ করতে দিতে বাধ্য হই আমরা। শ্মশানের টাকাও নেওয়া হল না আমার থেকে।' 

পুলিশের বিরুদ্ধে দ্রুত দেহ দাহ ও টাকা দেওয়ার চেষ্টারও অভিযোগ তুলেছেন নির্যাতিতার বাবা । তিনি বলেন, 'মেয়ের দেহ যখন বাড়িতে তখন ডিসি নর্থ ঘরের ভিতরে নিয়ে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করেন। আমরা আমাদের মতো জবাব দিই ।' এসব প্রশ্ন তুলেই জবাব চেয়েছেন নির্যাতিতার বাবা-মা । তাঁদের একটাই দাবি এখন, তাঁদের মেয়ে যেন সুবিচার পায়, দোষীর যেন ফাঁসির সাজা হয় ।

RG Kar Case

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট