Aniket Mahato: অনিকেত ICU-তে, অনশনরত বাকি ৬ জুনিয়র ডাক্তারের দুর্বলতাও বাড়ছে

Updated : Oct 11, 2024 11:27
|
Editorji News Desk

দশ দফা দাবিতে চলা জুনিয়র ডাক্তারদের অনশনের পঞ্চম দিনে গুরুত্বর অসুস্থ অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি করা হল জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে। শুক্রবার সকাল থেকেই অনিকেতের শারীরিক অবস্থার অবনতি হয়। রাতে স্বাস্থ্য পরীক্ষার পর ধর্মতলার অনশনমঞ্চে উপস্থিত চিকিৎসকেরা অনিকেতকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন।

গত শনিবার থেকে চলা ৯ জুনিয়র ডাক্তারের অনশনের ১৩০ ঘণ্টা পেরনোর পর ধর্মতলার অনশনস্থল থেকে বৃহস্পতিবার গভীর রাতে অনিকেতকে অ্যাম্বুল্যান্সে করে আরজি করে নিয়ে যাওয়া হয়েছে।  হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছে অনিকেত মাহাতোকে। গত রবিবার রাত থেকে অনিকেত আমরণ অনশনে যোগ দেন। বৃহস্পতিবার সকালেই ডাক্তাররা ধর্মতলায় গিয়ে জানিয়েছিলেন, অনিকেতের অবস্থা আশঙ্কাজনক। তাঁর মূত্রে কিটোন বডি পাওয়া গিয়েছে। প্রথমে অনিকেত হাসপাতালে ভর্তি হতে চাননি। অনিকেতের সহকর্মীদের দাবি, তাঁর মনের জোর এখনও অটুট।

WBJDF-এর তরফে নতুন করে অনিকেতের হাসপাতালে ভর্তি হওয়ার পর অষ্টমীর বিকেলে ফের এক মহা সমাবেশের আহ্বান জানানো হয়েছে। 


গত শনিবার রাত থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। প্রথমে ছ’জন অনশন শুরু করেন। পরের দিন তাতে যোগ দেন অনিকেত। অনশনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে অনিকেতই একমাত্র আরজি করের ডাক্তার। ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন তনয়া পাঁজা, স্নিগ্ধা হাজরা, সায়ন্তনী ঘোষ হাজরা, অনুষ্টুপ মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় এবং পুলস্ত্য আচার্যরা। 

হাসপাতালে ভর্তি হওয়ার পরেও পুরোপুরি আশঙ্কামুক্ত নয় অনিকেত। শুনে নেওয়া যাক কী জানানো হয়েছে হাসয়াপাতালের তরফে। 

 

RG Kar Case

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট