এখনও সুবিচার অধরা। আরজি করের নির্যাতিতার স্মৃতিতে মেডিকেল কলেজের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে মহালয়ার দিন উন্মোচিত হল নির্যাতিতার একটি প্রতিকৃতি। একটি বেদী তৈরি করে প্রতিকৃতিটি উদ্বোধন করেন জুনিয়র ডাক্তাররা। বেদীতে লেখা, অভয়ার স্মরণে "ক্রাই অফ দ্য আওয়ার"। ভাস্কর অসিত সাঁই এই প্রতিকৃতি তৈরি করেছেন। বেদীতে লেখা আছে শিল্পীর নামও।
ছাত্র নেতা অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ-সহ অন্য নেতারা ওই প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। অনুষ্ঠানে অংশ নেন সিনিয়র ডাক্তাররাও। মহালয়ার দিন শক্তির প্রতীক হিসেবে নির্যাতিতার মূর্তি উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। মূর্তির ভাস্কর অসিত সাঁই, পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। তিনিই এই ভাস্কর্যটি বানিয়েছেন। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, যেন নির্যাতিতার মুখ তুলে ধরা না হয়। প্রতীকী মূর্তি হিসেবে এমন ভাস্কর্য বানানো হয়েছে। অধ্যক্ষের অফিসের সামনে প্রবাদপ্রতিম চিকিৎসক রাধাগোবিন্দ করের মূর্তির বিপরীতে তৈরি করা হয়েছে নির্যাতিতার আবক্ষ প্রতিকৃতি।
সম্প্রতি সাগর দত্ত মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ঘটনায় কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার মহামিছিলের ডাক দেয় ডাক্তারদের সংগঠন। মহালয়ার রাতে একাধিক এলাকায় রাতদখলের কর্মসূচি হয়। হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনাতে মহালয়ার ভোরেও প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন সাধারণ মানুষ। বুধবারও একাধিক মিছিলের পরিকল্পনা আছে বিভিন্ন সংগঠনের।