রবিবার দুপুরে নাগরিক সমাজের মহামিছিল। কলেজ স্কোয়ারে জমায়েত হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, চৈতি ঘোষালে মতো একঝাঁক সেলিব্রিটিরা। মিছিলে ছিলেন অপর্ণা সেনও। কোনও দলের বা পতাকার নয়, এই মিছিল নাগরিক সমাজের। তবে আয়োজনে একটি মঞ্চ, যার নাম "আমরা তিলোত্তমা"। মিছিলে অংশগ্রহণকারীদের কপালে বেগুনি ফেট্টিতে লেখা 'তিলোত্তমা'।
রবিবার বেলা ৩টে থেকে শুরু হয় মহামিছিল। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মহামিছিলে পা মেলাতে দেখা যায় সমাজের প্রথম শ্রেণির নাগরিকদের। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় জানিয়েছেন, "সকলে নিজের মতো করে প্রতিবাদ করছেন। কিন্তু ঘটনার তদন্ত কতটা এগিয়েছে, তা এখনও আমরা জানি না। কেউ গ্রেফতারও হয়নি। সিবিআইয়ের তদন্ত কোন পথে চলছে, খবর আমাদের কাছে নেই। কিন্তু সরকারের তো একটা দায়বদ্ধতা আছে। নির্যাতিতার পরিবারকে জবাব দেওয়ারও দায়বদ্ধতা আছে।"
গত ৯ অগাস্ট হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় চিকিৎসক-পড়ুয়া তরুণীর দেহ। এরপর কেটে গিয়েছে ২৩ দিন। প্রায় তিন সপ্তাহ ধরে উত্তাল কলকাতার রাজপথ। রবিবার দক্ষিণ কলকাতাতেও একাধিক প্রান্তে মিছিল হয়েছে। গোলপার্ক থেকে নন্দন পর্যন্ত কালো পোশাক পরে, উলু দিয়ে মিছিল করেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা। সেই মিছিলের প্ল্যাকার্ডে দেখা যায় রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামীজির বাণী। মিছিল করেন ভবানীপুরের সেন্ট জনস ডায়োসেশান গার্লস স্কুলের প্রাক্তনীরাও।