আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। মহালয়ার ভোরেও প্রতিবাদে গর্জে উঠেছে শহর। এই আবহেই শুরু হচ্ছে এবারের দুর্গাপুজো। বিভিন্ন প্যান্ডেলে বিভিন্ন চমকপ্রদ থিম। তার মধ্যেই একটি মণ্ডপে দেখা গেল- মুখ ঢেকে রয়েছেন মা দুর্গা। তাঁর দশ হাতে অস্ত্র নেই। দু'হাত দিয়ে মুখ ঢাকা। আর মুখে রয়েছে কষ্ট আর যন্ত্রণা।
কাঁকুড়গাছির শ্রী শ্রী সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদ পুজো কমিটির উদ্যোগে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছর তাঁদের থিম 'লজ্জা'। আরজিকরের ঘটনাকে কেন্দ্র করেই এই থিম। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, আরজিকরের মতো নৃশংস ঘটনায় লজ্জিত দেবী দুর্গা। সেই কারণেই সন্তানের কষ্টে মুখ ঢেকেছেন তিনি।
কাঁকুড়গাছির এই পুজো কমিটির তরফে জানানো হয়েছে, শুধুমাত্র আরজিকর নয়, কামদুনি এমনকি বাংলায় ঘটে যাওয়া প্রত্যেকটি ধর্ষণের ঘটনার বিচার চেয়ে এই থিম বেছে নেওয়া হয়েছে। মুখ ঢাকা প্রতিমার ছবি সামনে আসতে তা মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিষয়টিকে অনেকেই বাহবা জানিয়েছেন। তবে, কিছু মানুষের মনে প্রশ্ন এসেছে, এমন এক মূর্তির সামনে কী ভাবে অষ্টমিতে অঞ্জলি দেওয়া সম্ভব? এই বিষয় পুজো কমিটির তরফে জানানো হয়েছে, পুজোর জন্য আলাদা মূর্তির ব্যবস্থা করা হয়েছে