আরজি কর হাসপাতালের ১৩ জন সিনিয়র ডাক্তারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতালে 'থ্রেট কালচার'-এ যুক্ত থাকার অভিযোগ অনেক সিনিয়রদের বিরুদ্ধেও। হাসপাতালে অভ্যন্তরীণ কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটিকেই এই ১৩ জনের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে বলা হয়েছে। তদন্তের রিপোর্ট চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার আরজি কর মেডিকেল কলেজের ১৩ জন চিকিৎসকের নাম জানিয়ে অভ্যন্তরীন তদন্ত কমিটিকে চিঠি দেন হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। চিঠিতে সই করেন অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায়ও। চিঠিতে বলা হয়, আরজি কর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার ও ছাত্রছাত্রীদের কাছ থেকে ১৩ জনের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। তদন্তে ডাক্তারদের বিরুদ্ধে পাওয়া নথিও আমাদের কাছে জমা দেবে কমিটি।
আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় একাধিক অভিযোগ ওঠে। অভিযোগ, একাধিক ডাক্তার ও অন্য আধিকারিকরা হাসপাতালে ভয়ের পরিবেশ তৈরি করে রাখেন। জুনিয়র ডাক্তার ও চিকিৎসক পড়ুয়াদের হুমকি দেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে ৫০ জনের বেশি চিকিৎসক, হাউজ স্টাফ, ইন্টার্নকে চিহ্নিত করে তদন্তের নির্দেশ দেওয়া হয়। যতদিন পর্যন্ত তদন্ত শেষ না হচ্ছে, ততদিন হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করা হয়।