RG Kar Case : বুধবার ফের 'রাত দখল' শহরে, রাস্তায় নামছেন নির্যাতিতার পরিবারও, আর জি করে যাবেন বাবা-মা ?

Updated : Sep 04, 2024 08:17
|
Editorji News Desk

গত এক মাসে বদলে গিয়েছে কলকাতার ছবিটা । নেপথ্যে আর জি কর । ৯ অগস্ট ওই মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিউটিরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে । তারপর থেকেই বিচারের দাবিতে রাত জাগছে তিলোত্তমা । চলছে মিছিল, ধর্না । হাতে হাতে মিলিয়ে প্রতিবাদে রাস্তায় নামছে সাধারণ মানুষ থেকে আমজনতা । এখন সবার গলায় একটাই প্রতিবাদের স্বর, জাস্টিস ফর আর জি কর । দোষীর ফাঁসি ও বিচারের দাবিতে বুধবার ফের রাতে পথে নামছে বাংলার মানুষ । এদিন আবারও 'রাত দখল' অভিযান রয়েছে শহরে । এবার 'রাত দখল' কর্মসূচিতে অংশ নেবেন আর জি করের নির্যাতিতার পরিবারও । 

৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি রয়েছে । তার আগের রাতে নিজের এলাকায় রাত দখলের ডাক দেওয়া হয়েছে । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই পোস্ট । রাত দখল অভিযানে থাকবেন নির্যাতিতার পরিবারের বাকি সদস্যরা । তবে, বাবা-মা যাবেন কি না, তা এখনও নিশ্চিত নয় । নির্যাতিতার বাবা নিজেই সেকথা জানিয়েছেন । তাঁর কথায়, 'আমরা যাব কি না, গেলে কখন যাব, এখনও ঠিক হয়নি। তবে, গেলে আর জি করেই যাব।' 

মেয়ের দোষীদের খুব দ্রুত ফাঁসির শাস্তির দাবি করেছেন বাবা । তাঁর আশা, খুন ও দুর্নীতির মামলায় সাফল্য সিবিআই পাবে । তাঁর মেয়েও খুব শীঘ্রই বিচার পাবে বলেও আশা করছেন তিনি ।

উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর রাত দখল অভিযান শুরু হচ্ছে সন্ধে সাতটায় । চলবে রাত ১০টা পর্যন্ত । নিজের এলাকায় মানববন্ধন গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে । রাত দখলের একটি পোস্টও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । যেখানে লেখা, 'বিচারপতি তোমার বিচার করবে যারা রাত জাগছে সেই জনতা।' অন্যদিকে, বিচারের দাবিতে বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত সকলকে ঘরের আলো নিভিয়ে রাখার অনুরোধ করেছেন জুনিয়র ডাক্তাররা । ওই সময় মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন গড়ার ডাক দিয়েছেন তাঁরা ।

লালবাজার থেকে আন্দোলন ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আরজি হাসপাতালের ক্যাম্পাসে। মঙ্গলবার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে কথা বলার পরই ডাক্তারদের তরফে জানিয়ে দেওয়া হয়, তাঁদের আন্দোলন চলবে, তবে রাস্তায় নয় । তবে, তাঁরা তাঁদের দাবি থেকে সরছেন না । কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ চান তাঁরা । সেই দাবি তুলে স্মারকলিপি জমাও দিয়েছে কলকাতা পুলিশ কমিশনারের হাতে । বিনীত তাঁদের জানিয়েছেন, নিজের কাজে তিনি খুশি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তাঁকে সরিয়ে দেন, তবে তা হাসিমুখে মেনে নেবেন।

RG Kar Case

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট