আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে পথে নামলেন রিকশাচালকরা। বিকেল ৪টে থেকে হেদুয়া থেকে শুরু হয়ে এই মিছিলটি কলেজ স্কোয়ার পর্যন্ত যায়। এই কর্মসূচির নাম দেওয়া হয়, "তিলোত্তমার বিচারের দাবিতে রিকশা-শ্রমিকদের মিছিল"।
রবিবার বিকেলে মানববন্ধন করলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। গানে গানে প্রতিবাদ হয় আরজি কর হাসপাতালে। গাওয়া হয় জাতীয় সঙ্গীত। পাশাপাশি অরিজিৎ সিংয়ে 'আর কবে' গানও শোনা যায় প্রতিবাদ কর্মসূচি থেকে। রবিবার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ফোরামের ডাকে NRS মেডিকেল কলেজ থেকে মিছিল শুরু করে চিকিৎসকরাও। NRS থেকে ধর্মতলা পর্যন্ত চিকিৎসকদের এই মিছিল। মিছিলে আছেন নির্যাতিতার বাবা ও মা। দ্রুত বিচারের দাবি তোলা হয়েছে। ধর্মতলার পথে মিছিল এগোনোর সময় কালো বেলুন ওড়ানো হয়। ওই বেলুনে লেখা 'উই ওয়ান্ট জাস্টিস'।
আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এক মাস। এই ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। ধর্ষণ ও খুন কাণ্ডে এখনও একমাত্র গ্রেফতার হয়েছেন সঞ্জয় রায়। এরই প্রতিবাদে রবিবার বিকেলে মিছিল কলকাতার বিভিন্ন প্রান্তে। রবিবার বিকেলে গড়িয়াহাট থেকে মিছিল করেন ৫২টি স্কুলের প্রাক্তনীরা। নারী সুরক্ষার দাবিতে পথে নামেন তাঁরা।
গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অসুস্থতার জন্য শুনানির দিন পিছিয়ে যায়। সোমবার সুপ্রিম কোর্টে ফের শুনানি।