Minakshi Mukherjee: 'বুকে ধাক্কা মারে, ঘুষি চালায়', পুলিশি হেনস্থা নিয়ে কমিশনারকে চিঠি মীনাক্ষির

Updated : Aug 28, 2024 20:59
|
Editorji News Desk

আরজি কর কাণ্ডের প্রতিবাদের সময় পুলিশি আক্রমণের শিকার হয়েছেন মীনাক্ষি মুখোপাধ্যায়। শুধু আক্রমণ নয়, রীতিমতো পুলিশি হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ DYFI-এর রাজ্য সম্পাদকের। তাঁর অভিযোগ, মহিলা পুলিশের অনুপস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষার নামে বিনা প্ররোচনায় সচেতনভাবে ও ইচ্ছাকৃতভাবে তাঁর বুকে ধাক্কা মারে পুরুষ পুলিশ। এই নিয়ে এবার কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি। 

গত ৯ অগাস্ট আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে হাসপাতালের সামনেই প্রতিবাদে বসেন সিপিএম যুবনেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়। সেদিনই সন্ধে সাড়ে ৭টা নাগাদ হাসপাতালের মর্গ থেকে নিগত চিকিৎসকের দেহ নিয়ে বেরিয়ে যাচ্ছিল পুলিশ। সেই সময় দেহ আটকে বিক্ষোভ দেখান মীনাক্ষি। তাঁর দাবি ছিল, নিহতের পরিবারের সঙ্গে কথা বলতে চান। সেই সময় মীনাক্ষী ও কর্মী-সমর্থকদের আটকাতে পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ ওঠে। এবার সেই পুলিশের আক্রমণের বিরুদ্ধেই লিখিত অভিযোগ জানালেন মীনাক্ষি। 

সিপিএমের যুবনেত্রীর অভিযোগ, "সেদিন পুলিশের একাংশ অভিষেক গুপ্তার নেতৃত্বে কোনও মহিলা পুলিশের অনুপস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষার নামে বিনা প্ররোচনায় সচেতনভাবে ও ইচ্ছাকৃতভাবে আমার বুকে ধাক্কা মারে। কয়েকটি সজোরে ঘুষি চালায়। মহিলা পুলিশ ছাড়াই বহু সংখ্যক পুরুষ পুলিশ আমাদের ধাক্কা দেয় ও মারে।" 

তাঁর অভিযোগপত্রে দাবি করা হয়েছে, পুলিশ আন্দোলনকারীদের পাশবিকভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করার পর শবদেহ নিয়ে বেরিয়ে যায়। ওই ঘটনায় অপরাধী পুলিশের বিরুদ্ধে FIR দায়ের করে তদন্ত করে কঠোর শাস্তির আবেদন করেছেন তিনি। 

Kolkata Police

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট