RG Kar Case : CBI-এর ভার্চুয়াল শুনানির আবেদন খারিজ, নির্দেশ মতোই আদালতে সশরীরে হাজিরা সন্দীপ-সহ ৪ ধৃতের

Updated : Sep 10, 2024 14:38
|
Editorji News Desk

আদালতের নির্দেশ মতোই, সশরীরে আদালতে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ-সহ চার ধৃত । নিজাম প্যালেস থেকে আলিপুর আদালতে নিয়ে আসা হয় সন্দীপ ঘোষদের । যদিও, এদিন ভার্চুয়াল শুনানির আবেদন করেছিল সিবিআই । কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আলিপুর আদালত । উল্লেখ্য, এর আগের শুনানিতে সন্দীপকে আদালত থেকে বের করার সময় বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল । সেদিন মারও খান সন্দীপ । সেই বি্শৃঙ্খলার কথা মাথায় রেখেই ভার্চুয়াল শুনানির আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । কিন্তু, এদিন সেই আবেদনে সাড়া দেয়নি আদালত ।

আলিপুর আদালতের নির্দেশ দেওয়া হয়েছিল, ধৃতদের সশরীরেই আদালতে হাজির করাতে হবে । মঙ্গলবার দুপুরেই হাজিরার নির্দেশ দেওয়া হয় । আদালত চত্বরে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, পুলিশকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে ।  প্রয়োজনে পুলিশের সঙ্গে সিবিআইকে আলোচনা করতে হবে । উল্লেখ্য, সন্দীপ-সহ ধৃত চারজনের আট দিনের সিবিআই হেফাজত শেষ হচ্ছে মঙ্গলবার । সিবিআই সূত্রে খবর, আবারও সন্দীপ ঘোষকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে নিজাম প্যালেস থেকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছিল সন্দীপ ঘোষকে । সেইসময় আদালত চত্বরে ছিল ভিড় । সন্দীপ ঘোষের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন আইনজীবীরা । আদালতে ঢোকার সময় বিড়ম্বনার মধ্যে পড়তে হয় তাঁকে । আদালত চত্বরে গাড়ি ঢুকতেই গাড়ির বনেটের উপরে, জানলায় চাপড়াতে চাপড়াতে বিক্ষোভে দেখান অনেকে । তাঁর বিরুদ্ধে চোর স্লোগান ওঠে। সেই ভিড় ঠেলেই আদালত তোলা হয় সন্দীপকে।   

আদালত থেকে বেরোনোর সময় আবারও সন্দীপকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা । কড়া নিরাপত্তা দিয়েই সন্দীপকে বের করা হচ্ছিল । কিন্তু উন্মত্ত জনতার রাশ নিয়ন্ত্রণ করতে পারেননি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । সেই ভিড় অনেকটা কাছে চলে যায় সন্দীপ ঘোষের । তখনই কেউ থাপ্পড় মারেন । কে চড় কষিয়েছেন তা জানা যায়নি । এই ঘটনার পর সিবিআইয়ের তরফে প্রথমে মৌখিক ও পরে লিখিতভাবে ভার্চুয়াল শুনানির জন্য আদালতে আবেদন করা হয়েছিল । কিন্তু, সেই আবেদনে সাড়া দিল না আদালত ।

RG Kar Case

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট