আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে নেমে বেশ কিছু তথ্য হাতে পেয়েছে সিবিআই । তার মধ্যে একটি হল বিদেশি সিম । জানা গিয়েছে, ৯ অগাস্ট ওই বিদেশি সিম থেকে বেশ কয়েকবার ফোন এসেছে হাসপাতালের আধিকারিকদের কাছে । খুন ও ধর্ষণের ঘটনার পরই বহুবার ওই নম্বর থেকে ফোনালাপ করা হয়েছে বলে জানা গিয়েছে । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই সিমটি দুবাই বা বাংলাদেশ থেকে নিয়ে আসা হতে পারে। কে ফোন করেছিল, কার নামে সিম রয়েছে, তা তদন্ত করে দেখছে সিবিআই ।
সিবিআইয়ের তরফে খবর, ৯ অগস্ট সকাল ১০টা থেকে দিনভর ওই সিম থেকে হাসপাতালের বিভিন্ন আধিকারিকের কাছে ফোন এসেছে । ইতিমধ্যেই সিমের নম্বরটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে । কার নামে সিমটি কোথা থেকে নেওয়া হয়েছে, তা জানার চেষ্টা চলছে । তবে সাধারণত, বিদেশি সিমের ক্ষেত্রে গ্রাহকের নাম-ঠিকানা পাওয়া সম্ভব হয় না । আরজি করের ঘটনায় একাধিকবার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছে সিবিআই । সেক্ষেত্রে, ধর্ষণ ও খুনের ঘটনার পর তথ্য প্রমাণ লোপাটে ওই বিদেশি সিম ব্যবহারকারী ভূমিকা আছে কি না, তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা । তদন্তকারীদের অনুমান সিম-ব্যবহারকারী এক জন 'প্রভাবশালী' কেউ হতে পারেন ।
গত এক মাসে বদলে গিয়েছে কলকাতার ছবিটা । নেপথ্যে আর জি কর । ৯ অগস্ট ওই মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিউটিরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে । তারপর থেকেই বিচারের দাবিতে রাত জাগছে তিলোত্তমা । চলছে মিছিল, ধর্না । হাতে হাতে মিলিয়ে প্রতিবাদে রাস্তায় নামছে সাধারণ মানুষ থেকে আমজনতা । এখন সবার গলায় একটাই প্রতিবাদের স্বর, জাস্টিস ফর আর জি কর । দোষীর ফাঁসি ও বিচারের দাবিতে বুধবার ফের রাতে পথে নামছে বাংলার মানুষ । এদিন আবারও 'রাত দখল' অভিযান রয়েছে শহরে । জানা গিয়েছে, এবার 'রাত দখল' কর্মসূচিতে অংশ নেবেন আর জি করের নির্যাতিতার পরিবারও ।
আর জি করে দুর্নীতির অভিযোগ সিবিআই জালে সন্দীপ ঘোষ । ৮দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত । সন্দীপের সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও তিনজনকে ।