নারী সুরক্ষায় রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল পেশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই বিলকে সমর্থক করছেন না বলেই একপ্রকার স্পষ্ট জানিয়ে দিলেন আর জি কর হাসপাতালের নিহত চিকিৎসকের মা। জানিয়েছেন ছেলে ও মেয়ের মধ্যে কোনও বৈষম্য থাকা উচিত নয়।
আরজি কর হাসপাতালের ঘটনায় প্রথমে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ধর্ষণ বিরোধী এবং নারী সুরক্ষার জন্য তিনি নতুন এবং তীব্র আইন আনার দাবি জানাবেন। সেইমতো আজ অর্থাৎ মঙ্গলবার বিধানসভায় 'অপরাজিতা' নামে একটি উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল সংশোধনী বিল ২০২৪ পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ওই বিলে মহিলাদের ক্ষেত্রে ১২ ঘণ্টা কাজের সময়সীমা বেঁধে দেওয়া হয়। সেই বিলের বিরোধিতা করেছেন নিহত ডাক্তারি ছাত্রীর মা জানিয়েছেন, এই বিল নারী বৈষম্যতা। তাঁর বক্তব্য, কাজের ক্ষেত্রে নারী-পুরুষ সবাই সমান। মুখ্যমন্ত্রীর এই বিল সমাজের নারী এবং পুরুষের মধ্যে বৈষম্যতা তৈরি করছে। তাঁর দাবি, সর্বপ্রথম কর্মক্ষেত্রে মহিলা ও পুরুষদের নিরাপত্তা দেওয়া দরকার। তাঁরা এই বিলের বিরোধিতা করছেন বলেও জানিয়েছেন।
অন্যদিকে সোমবার থেকে জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন। গোলাপ ফুল এবং প্রতীকী শিরদাঁড়া হাতে প্রায় ২২ ঘণ্টা ধরে আন্দোলনে সামিল হয়েছিলেন তাঁরা। তবে তারপরেও মঙ্গলবার ডেপুটেশন দিতে পেরেছেন আন্দোলনকারীরা। পুরো বিষয়টিকে নৈতিক জয় হিসেবেই দেখছেন তাঁরা।
জুনিয়র ডাক্তাররা লালবাজারে গিয়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে তাঁদের স্মারকলিপি জমা দেন। সেখানে আন্দোলনকারীরা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেন।
এদিকে স্মারকলিপি জমা দিয়ে বেরিয়ে এসে জুনিয়ার ডাক্তারদের মঞ্চের আহ্বায়ক অনিকেত মাহাতো জানান, বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে অবস্থান বিক্ষোভ চলছিল তা তুলে নিচ্ছেন আন্দোলনকারীরা। তবে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি চলছিল তা চালিয়ে যাবেন তাঁরা।