বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন সাহিত্য সম্মান, গত দু'দিন ধরে এই নিয়ে নানা আলোচনা, তর্ক, বিতর্ক, মিমে ভরে উঠেছিল সোশ্যাল মিডিয়া। মঙ্গলবার তার-ই প্রতিবাদে সাহিত্য সম্মান ফেরালেন সাহিত্যিক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, মুখ্যমন্ত্রীকে সাহিত্য সম্মান দেওয়া 'অবিবেচক' সিদ্ধান্ত। ২০১৯ সালে পাওয়া অন্নদাশঙ্কর স্মারক সম্মান ফিরিয়ে দিলেন লেখিকা এবং গবেষক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়।
একই কারণে সাহিত্য অকাদেমির বাংলা উপদেষ্টা পরিষদ থেকে ইস্তফা দিয়েছেন লেখক এবং সম্পাদক অনাদিরঞ্জন বিশ্বাস। পদত্যাগপত্রে অনাদি জানিয়েছেন, কলকাতায় রবীন্দ্র জন্মজয়ন্তীর দিন কবিতাকে যে ভাবে অসম্মান করা হয়েছে, তাতে তিনি ‘বিরক্ত’।
প্রসঙ্গত, গত ৯ মে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজের পাশাপাশি ‘নিরলস সাহিত্য সাধনার’ জন্য পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির তরফে ত্রিবার্ষিক একটি পুরস্কার প্রদানের কথা ঘোষণা করেন মন্ত্রী ব্রাত্য বসু। প্রথম পুরস্কার প্রাপক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুরস্কার তুলে দেন সাহিত্যিক শির্ষেন্দু বন্দ্যোপাধ্যায়।