'প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের মামলাতে সিবিআই দফতরে হাজিরা দিলেন প্রাথমিক পর্ষদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। তাঁর সঙ্গে ছিলেন পর্ষদের সচিব রত্না চক্রবর্তী (Ratna Charaborty)। সোমবারই তাঁদের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, তদন্তে সহযোগিতা না করলে ওই দুইজনকে নিজেদের হেফাজতে নেওয়ার স্বাধীনতা আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এরপরই সোমবার সিবিআই দফতরে হাজিরা দেন তাঁরা।
এদিন বিকেল ৫টা ২৫মিনিট নাগাদ নিজাম প্যালেসে আসেন মানিক ভট্টাচার্য। হলুদ ট্যাক্সিতে চেপে হাজিরা দিতে আসেন তিনি। সঙ্গে ছিলেন সচিব রত্না চক্রবর্তীও। নিজাম প্যালেসের ১৪ তলায় টেট দুর্নীতি মামলায় তাঁদের জেরা করা হবে।
আরও পড়ুন: পয়গম্বর বিতর্কে অশান্ত রাজ্য, সম্প্রীতির বার্তা দিতে অভিনব উদ্যোগ বাগুইআটির দুর্গাপুজোয়
প্রসঙ্গত, ২০১৪ সালে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই মতো ২০১৫ সালের ১১ অক্টোবর টেট হয়। ওই বছরই প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়। ২০১৭ সালে দ্বিতীয় ও তৃতীয় মেধা তালিকা প্রকাশিত হয়।