রেশন 'দুর্নীতি' মামলায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার সল্টলেক থেকে গ্রেফতার করা হয় বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীকে। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর আঢ্যের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী।
রেশন দুর্নীতি মামলায় এর আগে গ্রেফতার হন ব্যবসায়ী বাকিবুর রহমান। ইডি গ্রেফতার করে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও। তাঁর সূত্র ধরে ধরা হয় বনগাঁ পুরসভর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে। এবার শঙ্কর ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে গ্রেফতার করল ইডি। ধৃত বিশ্বজির দাসের ওই ব্যক্তির একাধিক ব্যবসা আছে বলেই খবর।
মঙ্গলবার বিধাননগরের সল্টলেক, মেট্রোপলিটন এলাকা ও বাগুইআটিতে তল্লাশি অভিযান চালায় ইডি। মঙ্গলবার ইডি যখন তল্লাশি শুরু করেন, সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে যদিও বাড়ি ফেরেন। রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই গ্রেফতার করা হয় ওই ব্যবসায়ীকে।