শারীরিক অসুস্থতা নিয়ে বুধবার সকালে পিয়ারলেস হাসপাতালে ভর্তি হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট (Ramkrishna Math and Mission President) স্বামী স্মরাণানন্দ (Swami Smarananandaji Maharaj)। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ বেলুড় মঠ (Belur Math) থেকে পিয়ারলেস হাসপাতালে আনা হয় তাঁকে। সূত্রের খবর, বার্ধক্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা তাঁর পরীক্ষা করছেন।
জানা গিয়েছে, তাঁর শাসকষ্টজনিত সমস্যা রয়েছে। হাসপাতালে ভর্তি করার সঙ্গে সঙ্গে রুটিন পরীক্ষা করানো হয়েছে মহারাজের। এই মুহূর্তে অক্সিজেন সাপোর্টের প্রয়োজন নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তাঁকে আইসিইউ-তেও রাখা হচ্ছে না। পিয়ারলেস হাসপাতালে রেসপিটেরি মেডিসিন বিভাগের জেনারেল কেবিনে বিশিষ্ট চিকিৎসক ডক্টর অজয় সরকারের অধীনে ভর্তি আছেন মহারাজ স্মরণানন্দ।
আরও পড়ুন: দক্ষিণ কলকাতার লর্ডস মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন
মহারাজের বয়স ৯২ বছর। রামকৃষ্ণ মিশনের যে সমস্ত চিকিৎসক তাঁকে এতদিন নিয়মিত পরীক্ষা করেছেন, তাঁদেরকেও মেডিকেল বোর্ডে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।