প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ। মঙ্গলবার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।
রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন স্বামী স্মরণানন্দ। স্বামী আত্মস্থানন্দের জীবনাবসানের পর ২০১৭ সালেরর ১৭ জুলাই অধ্যক্ষ পদে দায়িত্ব নেন তিনি। মূত্রনালীর সংক্রমণে গত ২৯ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন স্বামী স্মরণানন্দ। পরে সেপটিমিসিয়ায় আক্রান্ত হন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর কিডনিও কাজ করছিল না।
২০২২ সালের মার্চ মাসেও গুরুতর অসুস্থ হয়ে পড়েন রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ। কলকাতায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। গত জানুয়ারি মাস থেকে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।