সুর বদল রাজন্যা প্রান্তিকের। পোস্টার সামনে আসার পর থেকেই কার্যত বিতর্কের ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তীর ছবি ‘আগমনী তিলোত্তমার গল্প’ মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ২রা অক্টোবর। এই ছবি তৈরির খেসারত দিতে হয়েছিল রাজন্যা এবং প্রান্তিক উভয়কেই। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছিল তাঁদের । এরপরেও তাঁরা সিদ্ধান্তে অনড় ছিলেন। জানিয়েছিলেন নির্দিষ্ট দিনেই মুক্তি পাবে ছবি।
কিন্তু সোমবার সাংবাদিক বৈঠক করে সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল পরিচালক অভিনেত্রী জুটির গলায়। তাঁরা জানান আপাতত তাঁদের ছবির মুক্তি স্থগিত রাখা হচ্ছে। আরজি কর মামলা সুপ্রিম কোর্টে উঠতেই এই ছবির প্রসঙ্গও আসে। এদিন বৃন্দা গ্রোভার শীর্ষ আদালতকে জানান এই নিয়ে একটি ছবি তৈরি হতে চলেছে। এরপরই প্রধান বিচারপতি জানান তাঁরা এই ছবির মুক্তি আটকাতে চাইলে যেন আইনি পদক্ষেপ নেন।
এরপর সাংবাদিক বৈঠক করে, প্রান্তিক এদিন জানান 'রাজন্যা এবং আমি একটি কাল্পনিক শর্ট ফিল্ম বানিয়েছিলাম আগমনী তিলোত্তমাদের গল্প নামে, ছবিটির ২ অক্টোবর মহালয়ার দিন মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান সময়ের কথা ভেবে, এবং যেহেতু এটা এখন বিচারাধীন তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ছবিটি এখনই মুক্তি দেব না। আমরা আমাদের ছবির মুক্তি পিছিয়ে দিচ্ছি। আমরা সবসময়ই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি।'