পুজোর এই চারটে দিন দূরদূরান্ত থেকে কত মানুষ বাড়ি ফেরে। বিদেশ বিভুঁই যে যে খানেই থাকুক এই কটা দিন ঠিক বাড়ি ছাড়া কোথাওই মন টেকে না। তাই পুজোর কটা দিন হাওড়া, শিয়ালদাতে থিক থিক করে লোক। এছাড়াও বিভিন্ন জেলার মানুষ কলকাতায় আসেন পুজো দেখতে। এবার নয়া উদ্যোগ রেলের। পুজোর কদিন স্টেশনের পরিচ্ছন্নতার উপর বাড়তি নজর দেবে রেল।
Durga Puja 2023 Weather Forecast: দুর্গাপুজোর চারদিন আকাশ থাকবে ঝলমলে, কমবে ভ্যাপসা গরমও, জানাল মৌসম ভবন
স্টেশনের সামনের পার্কিং এলাকা, দোকানপাটের সামনে, রাস্তাঘাট সবই নিয়মিত পরিষ্কার করা হবে। এর জন্য সাফাইকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে রেল। বারে বারে ধোয়ানো হবে প্ল্যাটফর্ম। এছাড়াও প্ল্যাটফর্মের খাবারের দোকানগুলিতে বাড়ানো হবে বাঙালি খাবারের আইটেম। আগে স্টেশনগুলি আলোতে মুড়ে ফেলা হত পুজোর কটা দিন।