নাবালিকা মৃত্যুর জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তিলজলায়। ভাঙচুর চালিয়ে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন নেভাতে এলে দমকলের গাড়িতেও ইটবৃষ্টি হয়। তিলজলা উড়ালপুলে সম্পূর্ণ বন্ধ যান চলাচল। বাইকে আগুন লাগিয়ে দেন মানুষ। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে জনতা।
সোমবার বিকেল থেকেই বন্ডেল রোড, পিকনিক গার্ডেন অশান্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামলাতে তৎপর পুলিশ। ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। রাস্তায় ব়্যাফ নামানো হয়েছে।
রাস্তার পাশাপাশি বালিগঞ্জ, বন্ডেল গেট স্টেশন অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। বন্ধ হয়ে গিয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার যান চলাচল। অবরোধের ফলে ২০টি ট্রেন লাইনে দাঁড়িয়ে আছে। সপ্তাহের প্রথম দিনই প্রবল দুর্ভোগে নিত্যযাত্রীরা। সোমবার সকাল থেকে তিলজলার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বিকেলে বালিগঞ্জ স্টেশনে বিক্ষোভ করেন অবরোধকারীরা।