ফের শহর কলকাতায় পোশাক ফতোয়া। সালোয়ার কামিজ পরে স্কুলে আসার জেরে একমাস ক্লাস করতে না দেওয়ার অভিযোগ নিউ আলিপুরের এক নামী স্কুলে। অভিযোগ, শাড়ি পরে স্কুলে না এলে ওই শিক্ষিকাকে ক্লাস করতে দেওয়া হবে না বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। কিন্তু স্কুলের প্রধান শিক্ষিকার ওই 'পোশাক ফতোয়া' মানতে চাননি গানের শিক্ষিকা সোমা ভাদুড়ী। আর তার জেরেই তাঁকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এমনকি, এই বিষয়ে মানবাধিকার সংগঠন, রাজ্য মহিলা কমিশন, পুলিশ এবং ডিআইয়ের কাছে দরবার করেও কোনও ফল হয়নি বলে জানান ওই শিক্ষিকা। তাঁর আরও অভিযোগ, স্কুলে এসে তাঁকে পোশাক বদলে নেওয়ার জন্য পরামর্শও দেন প্রধান শিক্ষিকা। এতে তাঁর সংবিধান স্বীকৃত অধিকার লঙ্ঘন হচ্ছে বলেও জানান সোমা ভাদুড়ী।
মানবাধিকার সংগঠনের অভিযোগ, কলকাতার মতো শহরে এই ধরনের তালিবানি ফতোয়া মেনে নেওয়া যায় না। তাঁদের তরফে পাঁচ সদস্যের প্রতিনিধি দল গিয়ে দেখা করেন প্রধান শিক্ষিকার সঙ্গে। কথাবার্তা চলার পরেও বরফ গলেনি বলেই খবর। কিন্তু খুব দ্রুত এই বিষয়ে গঠনমূলক পদক্ষেপ না নেওয়া হলে তাঁরা পথে নেমে প্রতিবাদে সামিল হবে বলেও জানিয়েছেন এপিডিআরের সদস্যরা।
আরও পড়ুন- Raju Jha Murder Case: রাজু ঝা খুনে নয়া তথ্য, ঝাড়খণ্ড থেকে খুনিদের নিয়ে আসে নীল বোলেনো গাড়ি